বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় বিমান হামলা চালিয়ে তিন সাংবাদিক হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বিমান হামলা চালিয়ে তিনজন সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২১ জানুয়ারি) গাজ্জার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে একজন এএফপির ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আল-জাহরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় সাংবাদিকদের বহনকারী একটি যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। খবর আল জাজিরার।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত ও আনাস ঘনেইম। শাআত এএফপির সঙ্গে ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও হামলার সময় তিনি সংস্থাটির কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজ্জা উপত্যকায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনটি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল, সে কারণেই নির্দিষ্ট অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে হামলাটি পরিচালিত হয়। তবে ড্রোনটি কীভাবে হামাসের সঙ্গে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।

এর আগে গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় সাংবাদিকরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সাহায্য বিতরণের দৃশ্য ধারণ করতে ড্রোন ব্যবহার করছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ