বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই তাঁর রাজনীতির একমাত্র অগ্রাধিকার, অন্য কোনো দেশের নয়, সবার আগে বাংলাদেশ। সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। তিনি গত ১৫ বছরের গুম-খুন, উন্নয়নের নামে লুটপাট, নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই, ডামি ও নিশিরাতে নির্বাচন প্রসঙ্গ তোলেন। যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের কথাও বলেন। বক্তব্যে এম ইলিয়াস আলী প্রসঙ্গও আসে, পাশাপাশি একটি দলের নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়ার সমালোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “দেশের স্বার্থই আমার রাজনীতির একমাত্র অগ্রাধিকার। অন্য কোনো দেশের নয়, সবার আগে বাংলাদেশ।”
তিনি বলেন, “গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।” তিনি বলেন, “দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই।”
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬। সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভা। সমাবেশ শুরু হয় সকাল ১০টা ৫০ মিনিটে। তারেক রহমান মঞ্চে আসেন দুপুর ১২টা ২৫ মিনিটে এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করেন রেজাউল হাসান কয়েস লোদী ও ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।











