শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

নিজে দুর্নীতি করব না, কাউকেও দুর্নীতি করতে দেব না : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী বাস্তবতা না থাকলে আজ কথা বলার সুযোগই থাকত না। তিনি চাঁদা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, জনবান্ধব বাংলাদেশ গঠনের অঙ্গীকার, দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা, আলু ও লিচুর সংরক্ষণাগার স্থাপন, সিটি করপোরেশনে উন্নীতকরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা, নারী সুরক্ষা এবং বিচারব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ও মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে, আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না।”

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিন ডা. শফিকুর রহমান ঢাকা থেকে পঞ্চগড়ে যান। সেখানে জনসভা শেষে তিনি দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, তারা এমন এক বাংলাদেশ চান যেখানে ধর্মে ধর্মে সংঘাত হবে না।

তিনি বলেন, বাংলাদেশের টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করা হবে না এবং যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।

দিনাজপুর প্রসঙ্গে তিনি বলেন, সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় দিনাজপুর। তিনি বলেন, দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।

তিনি আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নারীদের বিষয়ে তিনি বলেন, তারা মায়ের জাতি। তিনি বলেন, তাদের জন্য একসাথে বাড়িতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। তিনি বলেন, তারা মানবিক বাংলাদেশ গড়তে চান, আলোকিত বাংলাদেশ গড়তে চান এবং টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায় সেই ব্যবস্থা করবেন।

তিনি বলেন, তারা এমন বাংলাদেশ গড়তে চান যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাচল করবে। আমিরে জামায়াত বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ বলবো।

ডা. শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় আসতে পারলে দিনাজপুরে আলু ও লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর সেক্রেটারি এবং মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা. আব্দুল আহাদ এবং দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

 

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ