ঢাকা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারা ঘোষণা দিলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বংশালে আয়োজিত কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, “আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বংশালে সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশরাক বলেন, “আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় এসেছি, ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে ৫ তারিখের পরে।”
নির্বাচনী প্রচার সভায় তিনি আরও বলেন, “তারাও জানে যে তাদের ঢাকার শহরের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা তারাও ভালোভাবে জানে। আর যদি তাদের অন্য কোনো চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব।”
ঢাকা ছয় আসনের এলাকা প্রসঙ্গে ইশরাক বলেন, রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে এ আসন গঠিত। এই এলাকায় নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। ইশরাক বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”
স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।











