শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আর আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।”

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি তার নির্বাচনি এলাকার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুরে গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

গণসংযোগ ও পথসভায় ওই সময় তিনি লবণ চাষীদের আবদার পূরণ করতে তাদের সাথে সেলফি তোলেন। তাকে ঘিরে ছোট ছোট শিশু-কিশোররাও আনন্দে মেতে ওঠে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ