শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় আফগান সরকার, ঢাকায় দুই কারখানা পরিদর্শন মন্ত্রীর

বাংলাদেশের ওষুধ শিল্প খাতের সঙ্গে আফগানিস্তানের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বৈঠকে ওষুধ উৎপাদন, নিয়ন্ত্রণ, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ওষুধ খাতে বাণিজ্যকে আইনগত, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

বৈঠকে আফগান পক্ষ বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের আফগানিস্তানে বিনিয়োগের আমন্ত্রণ জানায়। পাশাপাশি ভবিষ্যতে আফগানিস্তানে রপ্তানি হওয়া ওষুধের মূল্যলেবেলে আফগানির (আফগান মুদ্রা) বিনিময় হার উল্লেখ এবং দুই দেশের মধ্যে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির কর্মকর্তারা আফগানিস্তানে মানসম্মত ও যুক্তিসঙ্গত দামে ওষুধ রপ্তানির অঙ্গীকার করেন।

ঢাকায় সফররত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহেদ ঢাকায় বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন। কারখানাগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রেনাটা পিএলসি।

পরিদর্শনকালে মাওলানা আহমাদুল্লাহ জাহেদ বাংলাদেশের ওষুধ শিল্পকারকদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ইমারাতে ইসলামিয়া শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রস্তুত রয়েছে।

এ সময় ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণের মহাপরিচালক ডা. নাঈমুল্লাহ আইয়ুবি জানান, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর আইন অনুযায়ী বাংলাদেশি ওষুধ শিল্পকারকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পরিদর্শনে আফগান ব্যবসায়ীরাও উপমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহেদের সঙ্গে ছিলেন। সফরের সময় আফগান ব্যবসায়ীরা বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে ঐকমত্যে পৌঁছান বলে জানানো হয়েছে।

সূত্র : হুরিয়াত রেডিও ও আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ