ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী ফাসিহউদ্দীন ফিতরাত কাতারে আফগান দূতাবাস পরিদর্শন করেছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, দূতাবাসের কর্মকর্তারা ফিতরাতকে মিশনের কার্যক্রম, অর্জন এবং চলমান কাজ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় তিনি কূটনৈতিক সম্পর্ক জোরদার, রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি এবং আফগান নাগরিকদের কনস্যুলার সেবা প্রদানে দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন।
আফগান সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে কার্যকর কূটনৈতিক সম্পৃক্ততা ও ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলতি সপ্তাহে কাতারে অবস্থানকালে ফিতরাত দোহা আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন।
সরকারি সফরের অংশ হিসেবে তিনি আর্জেন্টিনা, সোমালিয়া, কাতার, আজারবাইজান, ওমানসহ আরও কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: আরিয়ানা নিউজ











