সোমবার | ২৬ জানুয়ারি | ২০২৬
spot_img

তুষারপাতে আটকে পড়া নাগরিকদের বিমান দিয়ে উদ্ধার করছে আফগান সরকার

আফগানিস্তানের ফারিয়াব ও বাদঘিস প্রদেশে প্রবল তুষারপাতের পর বরফে আটকে পড়া নাগরিকদের বিমান সহায়তায় উদ্ধার করেছে আফগান সরকার। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ও কঠিন পরিস্থিতিতে সময়মতো সহায়তা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের জীবন রক্ষায় জাতীয় ইসলামি সেনাবাহিনীর বিমান ও প্রতিরক্ষা বাহিনী অঙ্গীকারবদ্ধ।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিমান বাহিনীর কারিগরি সহায়তায় জাতীয় ইসলামি সেনাবাহিনীর ২০৯ আল-ফাতহ কর্পসের সদস্যরা ফারিয়াব প্রদেশের লোলাশ জেলায় বরফে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেন। পরে তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।

মন্ত্রণালয়ের আরেক খবরে বলা হয়েছে, হেরাত বিমান বাহিনী বাদঘিস প্রদেশের জুন্দ জেলায় বরফে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অসুস্থ নারীরাও ছিলেন। তাদের স্বাস্থ্যগত অবস্থার কারণে বিশেষ ফ্লাইটের মাধ্যমে জরুরি ভিত্তিতে হেরাত প্রদেশের কেন্দ্রে নেওয়া হয়।

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ