বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

দেড় বছর আগেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেড় বছর আগেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা দেবিদ্বার গুনাইঘর শাকতলায় এনসিপির উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন , যারা এত দিন বাকশক্তিহীন ছিল, যারা তাদেরকে বাকশক্তি দিয়েছে । আবু বকরের মতো জুলাই যোদ্ধারা, যারা বাকশক্তি দিয়ে বাকশক্তি হারালো । তাদের একবারের জন্য খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই । আবু বকররা যেই কারণে বাকশক্তি হারিয়েছে, সেই কারণগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না । আবু বকর যেই পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছে, জুলাই শহীদ মাইনুদ্দিনরা যে কারণে কবর হয়ে গিয়েছে, যে ফ্যাসিবাদের লড়াইয়ের জন্য- সেগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না ।

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।‌

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ