বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কান্নায় লুটিয়ে পড়া সেই যুবদল নেতাকে শোকজ

সখীপুরে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কান্না করে মাটিতে লুটিয়ে পড়া সেই যুবদল নেতা নূরে আজমকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করেছে কেন্দ্রীয় কমিটি। গত সোমবার ঢাকায় গিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির কাছে তিনি শোকজের জবাবও দিয়েছেন। পরে রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নূরে আজম নিজে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি বিকেলে কাকড়াজান ইউনিয়নের খুইংগারচালা এলাকায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের নির্বাচনী পথসভা ছিল। ওই পথসভায় নূরে আজম বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। আহমেদ আযম খানকে নিজের রাজনৈতিক ‘বাবা’ উল্লেখ করে তিনি এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন।

ভোট চেয়ে কান্নাকাটির ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এমন আবেগ প্রকাশকে ‘নাটক’ ও ‘অভিনয়’ বলে মন্তব্য করেন।

নূরে আজম সখীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ