বুধবার | ২৮ জানুয়ারি | ২০২৬
spot_img

পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের হাইকোর্টের

অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাইকোর্ট। সেইসেঙ্গে ফিলিস্তিনিদের এই সম্পত্তিগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তারের নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

এ ধরনের রায়ের ফলে যেকোনো সময় জোরপূর্বক উচ্ছেদ ও বাস্তুচ্যুতির আশঙ্কায় রয়েছেন অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা বাসিন্দারা।

পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় অবস্থিত বাতন আল-হাওয়া দীর্ঘদিন ধরে ইসরাইলি কর্তৃপক্ষ এবং বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি বাস করেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওল্ড সিটি’ সংলগ্ন ফিলিস্তিনি মহল্লা সিলওয়ানে ইসরাইল বাড়ি ভাঙা এবং উচ্ছেদ নীতি ত্বরান্বিত করেছে।

সিলওয়ানের আল-বুস্তান মহল্লায় ‘কিংস গার্ডেন’ নামে একটি পার্ক তৈরি করার পরিকল্পনা করছে ইসরাইল। এজন্য কয়েক ডজন বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং আরো অনেক বাড়ি ভাঙার আশঙ্কা করা হচ্ছে।

বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে সরিয়ে দিয়ে সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের স্থানান্তরিত করা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সিলওয়ানে ইসরাইলের গৃহীত সিদ্ধান্তগুলো ফিলিস্তিনি বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে নেয়া একটি বৃহত্তর নীতির অংশ।

পূর্ব জেরুজালেম কংক্রিটের দেয়াল এবং কাঁটাতার দিয়ে বেষ্টিত, যার বেশিরভাগই পশ্চিম তীরের ভূমিকে নির্মিত হয়েছিল। ইসরাইল দাবি করেছে, তারা নিরাপত্তার কারণে প্রাচীরটি নির্মাণ করেছে, অন্যদিকে ফিলিস্তিনি এবং জাতিসংঘ বলছে, এটি ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনার অংশ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ