শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

হজ্ব ব্যয়ে গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কমিয়েছে আফগান সরকার

ইমারাতে ইসলামিয়ার হজ্ব ও ওকাফ মন্ত্রী কাবুলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছর প্রতিটি হাজ্বীর হজ্ব ব্যয় গত বছরের তুলনায় কমেছে। একই সঙ্গে তিনি বলেন, হজ্ব কোটার ন্যায্য বণ্টনের ফলে আগে থেকে নিবন্ধিত হাজ্বীদের একটি বড় অংশকে নির্ধারিত সময়ে হজ্ব পালনে পাঠানো সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, “চলতি বছর প্রতিটি হাজ্বীর হজ্ব ব্যয়ে গত বছরের তুলনায় ১৫ হাজার ৬৯০ আফগানি ( কমেছে।”

মন্ত্রী বলেন, “ইমারাতে ইসলামিয়ার আগমনের পর আগে থেকে নিবন্ধিত প্রায় ৮৭ হাজার হাজ্বীকে পাঁচ বছরে পাঠাতে আমরা সক্ষম হয়েছি। হজ্ব কোটার ন্যায্য বণ্টনের ফলেই প্রায় সবাইকে হজ্বের আনুষ্ঠানিকতায় পাঠানো সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “১৪০৫ হিজরি শামসি সালের জন্য যাদের হজ্বের পালা এসেছে, তারা যেন তাদের দ্বিতীয় ও শেষ কিস্তির অর্থ জমা দেন।”

মন্ত্রী বলেন, “সৌদি আরব থেকে আফগানিস্তানের জন্য ৩০ হাজার হাজ্বীর কোটা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশি কোটা নেওয়ার লক্ষ্যে সৌদি সরকারের পক্ষ থেকে কোটা বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।”

চলতি বছরে প্রতিজন হাজ্বীর ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪০০ আফগানি, আর গত বছরে ছিল ২ লাখ ৮২ হাজার ৯০ আফগানি। অর্থাৎ এবার হজ্ব ব্যয় কমেছে প্রায় ৫ দশমিক ৫৬ শতাংশ।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ