ঐতিহ্য, আভিজাত্য ও আধুনিক নান্দনিকতার মেলবন্ধনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রিমিয়াম লাইফস্টাইল ও হেরিটেজ ব্র্যান্ড যাইনমহল। যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে অবস্থিত ব্র্যান্ডটির নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। রুচিশীল এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শুভানুধ্যায়ী ও ব্র্যান্ড-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব আসিফ রহমান জুয়েল।
শোরুমে প্রবেশ করলেই চোখে পড়ে পরিচ্ছন্ন, পরিপাটি ও রুচিশীল উপস্থাপনা। আলোকসজ্জা, ডিসপ্লে বিন্যাস এবং চলাচলের পরিসর এমনভাবে সাজানো হয়েছে, যাতে পরিবার নিয়ে এলেও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়, আবার একা এসেও নিজের পছন্দমতো পণ্য অনায়াসে বাছাই করা যায়। ঐতিহ্যবাহী নকশার সৌন্দর্য ও আধুনিক স্টাইলের স্মার্ট ফিনিশ মিলিয়ে শোরুমজুড়ে তৈরি করা হয়েছে পরিমার্জিত রুচির একটি স্বতন্ত্র আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় দুআ ও তবারক সন্ধ্যা। ধর্মীয় আবহে আয়োজিত এই পর্বে উপস্থিত ছিলেন একাধিক উলামায়ে কেরাম। তাদের নসিহত ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতী আবু তাহের রহমানী, মুফতী আফফান বিন শরফুদ্দীন, হাফেজ মাওলানা ইমদাদুল্লাহসহ আরও অনেক সম্মানিত আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব।
উলামায়ে কেরাম তাঁদের বক্তব্যে ব্যবসা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল, সততা ও নৈতিকতার প্রতি যত্নশীল থাকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রকৃত বরকতের ভিত্তি হলো স্বচ্ছতা ও দায়িত্ববোধ। একই সঙ্গে যাইনমহলের পথচলা যেন কেবল বাণিজ্যিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ইতিবাচক মূল্যবোধ, সৌন্দর্যবোধ ও দায়িত্বশীল জীবনধারার বার্তা ছড়িয়ে দেয়, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে যাইনমহলের সার্বিক কল্যাণ, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, সংশ্লিষ্ট সবার জন্য হালাল রিজিক এবং দেশ ও উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দুআ করা হয়। অতিথিরা আয়োজনের শালীনতা, আন্তরিকতা ও পরিকল্পিত ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন বরকতময় আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন।
যাইনমহলের উদ্যোক্তারা জানান, এই আয়োজন তাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ আত্মিক সূচনা। উলামায়ে কেরামের দুআ ও নসিহতকে পাথেয় করে তারা নৈতিকতা, ঐতিহ্য ও সৌন্দর্যের সমন্বয়ে একটি দায়িত্বশীল লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে এগিয়ে যেতে চান।











