সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

খেতাব কেড়ে জিয়াউর রহমানের অবদানকে খাটো করা যাবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেতাব কেড়ে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করতে পারবে না।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষ মেনে নেবে না। এটা গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষের কাছে। জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করে দেখাতে চাইলে খাটো করে দেখাতে পারবে না। এই খেতাব তো তিনি অর্জন করেছেন। এটা কারো দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, উনি সেটা অর্জন করেছেন। সুতরাং এটা নিয়ে আমরা মনে করি যে, জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img