রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

ধেয়ে আসছে ‘২০০১ এফও ৩২’ নামে বিশালাকার এক গ্রহাণু

একটি বিশাল আকার গ্রহাণু ধেয়ে আসছে, তবে এটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণাসংস্থা নাসা।

মঙ্গলবার (৯ মার্চ) দ্য নাসা অ্যাস্টরয়েড ওয়াচ নামের একটি ভ্যারিফাইড টুইটার একাউন্ট থেকে একটি পোষ্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

পৃথিবীর কাছকাছি বিশালাকার গ্রহাণু আসার কথা শুনে বিশ্বব্যাপী ভীতি ছড়িয়ে পড়েছিল। তবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার গবেষকরা বলছেন এই গ্রহাণু নিয়ে ভয়ের কিছু নেই। তারা বলছেন, এটি নিরাপদ দূরত্বে থেকেই পৃথিবীকে অতিক্রম করবে।

বিশালাকার এই গ্রহাণুর নাম ‘২০০১ এফও ৩২’ বলে জানিয়েছে সংস্থাটি। এটি পৃথিবীকে অতিক্রম করবে ২১ মার্চ। টুইটার পোষ্টে বলা হয়েছে, ‘২০০১ এফও ৩২’ নিরাপদে ১৩ লাখ মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। এটি নিরাপদ দূরত্ব। চাঁদ থেকে পাঁচ গুণ দূর দিয়ে যাবে গ্রহাণুটি। তাই এটি পৃথিবীতে আঘাত হানার কোনো ঝুঁকি নেই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img