ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইংকে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে তিনি এক ভিডিও কনফারেন্সে অংশ নেন।
জানা গেছে, মিয়ানমারের চলমান সংকট ও সহিংসতা সত্ত্বেও এদিন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সেনা প্রধান। তবে ওই সম্মেলনে মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনায় হয়নি।
এদিকে, মিয়ানমাজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর দমনপীড়নের মুখে প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের শত শত নাগরিক।









