শনিবার, মে ১০, ২০২৫

কাশ্মীর এবং ফিলিস্তিন সংকট জাতিসংঘের চরম ব্যার্থতার একটি লজ্জাজনক নমুনা: পাকিস্তান

spot_imgspot_img

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | নাহিয়ান হাসান


কাশ্মীর এবং ফিলিস্তিন সংকট জিইয়ে রাখার জন্য জাতিসংঘকে দোষারোপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মাদ কুরাইশী।

তিনি বলেন,কাশ্মীর এবং ফিলিস্তিন সংকট হল জাতিসংঘের চরম ব্যার্থতার একটি লজ্জাজনক নমুনা।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল কনফারেন্সে শাহ মুহাম্মাদ কুরাইশী এই কথা বলেন।

তাছাড়া জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জাতিসংঘের হীরকজয়ন্তী উদযাপন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উপলক্ষ।

কুরাইশী বলেন,যে সমস্ত মূলনীতির উপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তার উপর তারা আদৌ আছে কিনা তা ভেবে দেখার জন্য প্রতিষ্ঠা বার্ষিকী একটি দারুণ উপলক্ষ।

তিনি বলেন, কাশ্মীর এবং ফিলিস্তিন সংকট বৈশ্বিক এই প্রতিষ্ঠানটির চরম ব্যার্থতা যা তারা নির্লজ্জভাবে দীর্ঘ সময় ধরে বয়ে চলেছে।

শাহ কুরাইশী আরো বলেন, নিজস্ব মতামত প্রকাশে কাশ্মীরের জনগণকে জাতিসংঘ যে ভোটাধিকারের প্রতিশ্রুতি দিয়েছিলো তা অর্জনের জন্য সেখানকার জনগণ এখনো চাতক পাখির ন্যায় চেয়ে আছে।

দুঃখ প্রকাশ করে কুরাইশী বলেন, দিনদিন জাতিসংঘ আরো বেশি হাসি-ঠাট্টায় পরিণত হচ্ছে!

তিনি বলেন,সামর্থ্যের বেপরোয়া ব্যবহারের এক পর্যায়ে অক্ষমতা প্রকাশ পায়। অথচ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা সর্বদা সর্বনিম্ন স্তরে ছিল।

সূত্র:জিও নিউজ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img