ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম ও হাটহাজারীতে আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ এবং সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ শুক্রবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আনসারী ও ঢাকা মহানগর আমীর হাফিজ মোল্লা আবু তাহের খান এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশে গুজরাটের কসাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীসহ পুলিশ বাহিনীর উদ্ধত্যপূর্ণ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। কসাই নরেন্দ্র মোদির পক্ষে শ্লোগানদাতা জুতা পায়ে জাতীয় মসজিদের আঙ্গিনা অপবিত্রকারী লীগের পান্ডাগুলো ভারতীয় রাজাকার। বাংলাদেশ বিরোধী কসাই মোদীর আগমনে প্রতিবাদী দেশপ্রেমিক জনতার উপর হামলাকারীরা দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি। পুলিশের ছত্রছায়ায় লাঠি রামদা হাতে এরা কারা? শহীদী রক্তস্নাত এই মাটিতে মীর জাফর, ঘষেটি বেগমদের কুসন্তানদের ঠাঁই নাই।










