শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

বাংলাদেশে সেবা বিঘ্নিত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে ফেসবুক

হঠাৎ করে বাংলাদেশে ফেসবুক এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের সেবা বিঘ্নিত হওয়ায় বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের বক্তব্য নিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘বাংলাদেশে আমাদের সেবা সীমিত করার ব্যাপারে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি আরও বুঝতে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পুনরুদ্ধারের আশা করছি।’

বিবৃতিতে ফেসবুক আরও বলেছে, ‘করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় কার্যকর যোগাযোগের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রয়োজন। এমন সময়ে বাংলাদেশে এটি সীমিত রাখার ঘটনা উদ্বেগজনক। ফেসবুক ও মেসেঞ্জার ডাউন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কেউ কোনো মন্তব্য করেননি। তবে এর আগেও বিক্ষোভের বিস্তার রোধের অংশ হিসেবে ইন্টারনেট শাটডাউন রেখেছিল সরকার।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img