সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

বাড়ি ফেরার পথে আ’লীগ কর্মী খুন

মাগুরায় শালিখায় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় অহিদার মোল্লা (৫২) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। তিনি শালিখার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামের তাইজ উদ্দিন মোল্লার ছেলে। এছাড়াও সাবেক ইউপি মেম্বার গোলাম সরোয়ারের ছোট ভাই।

শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে অহিদার মোল্লা আরও কয়েকজনের সঙ্গে চতুরবাড়িয়া বাজার থেকে গ্রামের বাড়ি কুশখালীতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তালখড়ি ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার আব্দুল মান্নানের সমর্থকরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।

এতে আওয়ামী লীগ কর্মী অহিদার মোল্লাসহ আরও অন্তত ছয়জন গুরুতর জখম হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত ১০টার দিকে অহিদার মোল্লা মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img