শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

অস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্তজমাটে মৃত্যুর ঘটনায় মামলা

অস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা নেওয়ার পর রক্তজমাট বেঁধে ৩৮ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর মামলা করেছে তার পরিবার।

ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে এই অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার এক আইনজীবী বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মামলায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আসামি করা হয়নি। যখন কোনো ঘটনায় অস্পষ্টতা থাকে, তখন ফ্রান্সে এভাবে অভিযোগ করা যায়।

পরিবারটির আইনজীবী এতিয়েন্না বইত্তিন বলেন, এ ঘটনায় অতিরিক্ত তদন্তের জন্যই অভিযোগটি দায়ের করা হয়েছে।

‘অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। কারণ হত্যাকাণ্ডের দায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু আমাদের হাতে নেই।’

তিনি বলেন, আমরা কেবল এই ঘটনার একটা ব্যাখ্যা দাবি করছি—কোনো জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছিল, তা পরিষ্কার হতে চাচ্ছি।

এই আইনজীবী বলেন, টিকা নেওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে মস্তিষ্কে রক্তজমাট বেঁধে গত ২৯ মার্চ তিনি মারা যান।

অল্প-কয়েকদিন স্থগিত রাখার পর ফ্রান্সসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আবার অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করেছে।

তরুণদের মধ্যে রক্তজমাটের ঘটনার পর ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে ফরাসি ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

আর জার্মানির ভ্যাকসিন কমিশন জানিয়েছে, কেবল ষাট কিংবা তার চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: এএফপি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img