বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

রাজশাহীতে ২ লাখ পরিবারকে অর্থ সহায়তা দিবেন প্রধানমন্ত্রী

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। তাই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজশাহীতে নিম্ন আয়ের ২ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক মুহহাম্মাদ আব্দুল জলিল।

রাজশাহী জেলা প্রশাসক মুহাম্মাদ আব্দুল জলিল জানান, সরকারি উদ্যোগে রাজশাহী জেলায় দুই লাখ পরিবারের মধ্যে ৯ কোটি টাকা বিতরণ করা হবে। শিগগিরই এ সরকারি অর্থ সহায়তা দেওয়া শুরু করা হবে।

গত ১৪ এপ্রিল থেকে সারাদেশের মতো রাজশাহীতেও কঠোর লকডাউন চলছে।

করোনার কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। শ্রমজীবী ও রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img