বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

হাসিনাসহ ২৩ জনের বি’রুদ্ধে করা প্লট বরাদ্দ ম|মলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছে আস|মিপক্ষ

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার দুটিতে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। আংশিক জেরা শেষে পরবর্তী জেরার জন্য আগামী ১০ নভেম্বর দিনি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুদকের পাবলিক প্রসিকিউটর খান মো. মইনুল হাসান লিপন এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে দুই মামলার তদন্ত কর্মকর্তাদের আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী জেরা করেন।

এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে জেরা করে আসামিপক্ষ। হাসিনাসহ ১২ জনের মামলায় চার্জশিটভুক্ত ২৯ সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন। অপরদিকে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় ২৭ জন সাক্ষ্য দিয়েছেন।

তবে শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরেক মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৩ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img