বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

করোনার নকল কিটসহ গ্রেফতার ৯ অভিযুক্ত কারাগারে

অনুমোদিত মেডিক্যাল ডিভাইস আমদানি, করোনার মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার ৯ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—বায়োল্যাব ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মুহাম্মাদ শামীম মোল্লা, ম্যানেজার মুহাম্মাদ শহীদুল আলম, মুহাম্মাদ মাহমুদুল হাসান, এক্সন টেকনলজিস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এমডি এস এম মোস্তফা কামাল, হাইটেক হেলথকেয়ার লিমিটেডের এমডি আবদুল্লাহ আল বাকী ছাব্বির, বায়োল্যাব ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জিয়াউর রহমান, অফিস সহকারী মুহাম্মাদ সুমন, হিসাবরক্ষক জাহিদুল আমিন পুলক, অফিস ক্লার্ক ও মার্কেটিং অফিসার মুহাম্মাদ সোহেল রানা।

গত ১৭ এপ্রিল তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ