সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

করোনায় বিশ্বজুড়ে আরো সারে ১৪ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) বিশ্বজুড়ে আরও সাড়ে ১৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি। মহামারীতে ৩১ লাখ ৭৮ হাজার ছাড়াল মোট মৃত্যু। মোট আক্রান্ত ১৫ কোটি ১০ লাখ ৯৪ হাজারের ওপর।

আরো ৮৪৪ জনের মৃত্যুতে আমেরিকার মোট প্রাণহানি ৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। শুক্রবারও ৫৭ হাজারের ওপর ছিল দেশটির করোনা শনাক্তের সংখ্যা। এছাড়া একদিনে সাড়ে ৫শ’র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। ৫ শতাধিক মৃত্যু হয়েছে কলম্বিয়াতেও।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img