শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

ভয়েস মেসেজ পাঠানোর আগে শুনে যাচাই করার জন্য ফিচার নিয়ে আসতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

এরফলে এ বিষয়ে ব্যবহারকারীদের বিরক্তি দ্রুতই কেটে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমে গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি শোনার সুযোগ দেবে কর্তৃপক্ষ।

ওয়াবেটাইনফোর সরবরাহ করা স্ক্রিনশটে দেখা গেছে, ভয়েস মেসেজ রেকর্ড করার পর ‘সেন্ড’ আইকনের পাশে ‘রিভিউ’ অপশন থাকবে। এই রিভিউ অপশনে ক্লিক করেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে তার ভয়েস মেসেজে কোনও ভুল আছে কিনা।

ভয়েস মেসেজ রিভিউয়ের অপশনটি এখনও তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত কোনও ব্যবহারকারীই এ ধরনের ফিচার ব্যবহারের সুযোগ পাননি, এমনকি বেটা ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। ভবিষ্যতের আপডেটে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img