জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল – পীরজঙ্গী মাদরাসার মুহতামিম ও বেফাকুল মাদারিসলি আরাবিয়ার বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহ রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার ১৬ মে বিকাল ৩ টায় রাজধানীর মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা যায়, অসুস্থ অবস্থায় গতকাল দুপুরে মাওলানা ছফিউল্লাহ হাসপাতালে ভর্তি করা হয় ।
তার জানাযার নামাজ গ্রামের বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুরে আগামীকাল অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।