শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

মানুষের অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থা ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img