শুক্রবার, মে ৯, ২০২৫

পূর্ব ভূমধ্যসাগর উত্তেজনা শুরুর পর এই প্রথম তুরস্ক ও গ্রীসের বৈঠক

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


পূর্ব ভূমধ্যসাগরের শক্তি অধিকার এবং সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) দুই সদস্য রাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম তুরস্ক ও গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের সরকারী গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছ, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু তার গ্রীক প্রতিপক্ষ নিকোস দেন্ডিয়াসের সাথে স্লোভাকিয়ার রাজধানী ব্র্যাটিস্লাভায় বৈঠক করেছেন।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও মন্ত্রীরা দু’দেশের মধ্যে নতুন করে আরেক দফা আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণের বিষয়েও আলোচনা করেছেন যা দু’দেশের উত্তেজনা নিরসনের দিকে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেয়।

সূত্র: মিডলইস্টে মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img