সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানে তালেবানের হাতে ১০০ সরকারি সেনা বন্দি

আফগানিস্তানে গত কয়েকদিনে মার্কিনপন্থী আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাপক সফল অভিযান চালাচ্ছে তালেবান। ইতিমধ্যে মার্কিনপন্থী সরকারি বাহিনীর কাছ থেকে কয়েকটি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। এরমধ্যে দেশটির ফারিব প্রদেশে তালেবানের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর অন্তত ১০০ সেনা তালেবানের হাতে বন্দি হয়েছে।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম মিনাএফএন’র তথ্যমতে, কায়সার জেলার সরকারি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করে তালেবান যোদ্ধারা। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর সরকারি সেনারা পার্শ্ববর্তী কোহি গ্রামের দিকে পলায়ন করলে অন্তত ১০০ সরকারি সেনা তালেবানের হাতে আটক হয়।

মার্কিনপন্থী আফগান সরকারের ফারিব প্রদেশের কাউন্সিলর আবদুল মানান কাটি জানান, তারা ২০ জন সেনা নিহত হওয়ার খবর পেয়েছেন। বাকি ৮০ জন তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন।

তিনি আরও জানান, তালেবান সেনাবাহিনীর সাতটি সামরিক যান এবং বেশ কিছু গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img