সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

তালেবানের হাতে মার্কিনপন্থী আফগান বাহিনীর বিশেষ ইউনিটের ২৩ কমান্ডো নিহত

তালেবানের সঙ্গে সংঘর্ষে মার্কিনপন্থী আফগান সরকারের সেনাবাহিনীর বিশেষ ইউনিটের ২৩ সদস্য নিহত হয়েছে।

বুধবার (১৬ জুন) আফগানিস্তানের উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে জানা যায়, ‘দৌলত আবাদ’ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং অপারেশন) শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৩ কমান্ডো নিহত এবং ছয় পুলিশ সদস্য আহত হয়।

সূত্র জানায়, সংঘর্ষের পর মার্কিনপন্থী আফগান সরকারের নিরপত্তা বাহিনী দৌলত আবাদ জেলা কেন্দ্র থেকে পিছু হটে ফারিয়াব প্রদেশের কারামকোল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা কেন্দ্র তালেবানের নিয়ন্ত্রণে যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img