সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানে খাদ্য নিরাপত্তা জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি এবং পাকিস্তানকে এখন থেকেই এই সমস্যা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া শুরু করা উচিত।

বৃহস্পতিবার (১ জুলাই) ইসলামাবাদে ন্যাশনাল কিষাণ কনভেনশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, আগামী দিনে খাদ্য নিরাপত্তাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংকটের প্রকৃতি ব্যাখ্যা করতে তিনি বলেন, ঘাটতি পূরণ করতে শুধু গত বছরই ইসলামাবাদকে চার মিলিয়ন টন গম আমদানি করতে হয়েছিল। আর এর দাম পরিশোধ করতে হয়েছে বৈদেশিক মুদ্রায়। অথচ পাকিস্তান ইতোমধ্যেই ডলার সংকটে ভুগছে। বিদ্যমান পরিস্থিতিতে এভাবে চালিয়ে নেওয়ার ক্ষমতা ইসলামাবাদের নেই।

নিজ প্রশাসনের প্রচেষ্টা সম্পর্কে আশাবাদ করে তিনি বলেন, সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে ভবিষ্যতে পাকিস্তান খাদ্য নিরাপত্তাহীন নয় বরং খাদ্য রফতানিকারক দেশে পরিণত হবে। সূত্র: দ্য নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img