সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

তালেবানের উত্থানের মুখে বিনা প্রতিরোধে মাঠ ছেড়ে পালাচ্ছে আফগান সরকারি বাহিনী

মার্কিন ও ন্যাটো বাহিনীর আফগানিস্তান ত্যাগের ঘোষণায় আরও চাঙ্গা হয়ে উঠছে তালেবান। বিদেশি সেনারা ইতোমধ্যেই বহুল আলোচিত বাগরাম বিমানঘাঁটি ছেড়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনাকে দেশে ফেরানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর মধ্যেই দেশটিতে আরও প্রভাব বেড়েছে তালেবানের।

একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে দলটি। তালেবানের উত্থানের মুখে অনেক জায়গায় আবার বিনা প্রতিরোধে মাঠ ছেড়ে পালাচ্ছে সরকারি বাহিনী। গত মে থেকে অদ্যবধি ৫০টি জেলার দখল নিয়েছে তালেবান।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে অনেকগুলো জেলায় সরকারি বাহিনী পিছু হটায় অঞ্চলগুলো কাবুল প্রশাসনের হাতছাড়া হয়েছে। সরকারি বাহিনীর অনেক সদস্য শুধু মাঠই ছেড়ে যায়নি; অনেকে এলাকা ছেড়ে তাজিকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হয়েছে।

রবিবার (৪ জুলাই) তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রীয় কমিটি এই তথ্য জানিয়েছে।

তারা জানিয়েছে, তালেবানদের যোদ্ধারা সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের বদখশান প্রদেশের তিন শতাধিক সরকারি সেনা সীমান্ত অতিক্রম করেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কিন মদদপুষ্ট আফগান সেনাদের সীমান্ত অতিক্রম করে। তাজিকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে আফগান সেনাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তালেবানের নিয়ন্ত্রণে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের সময়সীমা ঘোষণার পরই দেশজুড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সমর্থ হয় তালেবান।

ইতোমধ্যে নিয়ন্ত্রণকৃত জেলাগুলোতে শরিয়াহ আইন চালু করেছে তালেবান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img