দোহা চুক্তিতে উল্লেখিত তারিখের পর আফগানিস্তানে থেকে যাওয়া পশ্চিমা সেনাদেরকে “দখলদা” হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান।
রোববার (৪ জুলাই) তালেবান মুখপাত্র সোহেল শাহিন ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন।
তিনি বলেছেন, রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার কোনও ইচ্ছে তালেবানের নেই কিন্তু সেখানে বিদেশি সেনা এমনকি কোনও সামরিক ঠিকাদারও এই নগরীতে পারবে না।
শাহিন বলেন, দোহা চুক্তি লঙ্ঘন করে যদি কোনও পশ্চিমা সেনা আফগানিস্তানে থেকে যায় তাহলে আমাদের নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাব তবে বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আমাদের নেতৃবৃন্দ।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন বলেন, তালেবান আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির বিরোধী। তবে কূটনিতক ও এনজিও কর্মীসহ অন্যান্য বেসামরিক বিদেশি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানো হবে না।
তালেবান মুখপাত্র বলেন, আফগান জনগণের স্বার্থে বিদেশি দূতাবাস ও এনজিওগুলোকে কাজ করতে দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বাগরাম সেনাঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন।