বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানের বহু এলাকা তালেবানের নিয়ন্ত্রণে

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশের বহু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

সোমবার (৫ জুলাই) এ কথা বলেন তালেবান মুখপাত্র।

তিনি জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আগামী মাসে রূপরেখা লিখিতভাবে দেশটির সরকারের কাছে উপস্থাপন করার পরিকল্পনা করছে তালেবান।

তালেবান জানায়, বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের ৩৪ প্রদেশের ২০০টিরও বেশি জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।

আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে প্রায় দুই দশক পর সৈন্য প্রত্যাহার করলে প্রায় হাজারখানেক আফগান সেনা পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে। এরই মধ্যে তালেবান শান্তি প্রতিষ্ঠায় আলোচনার পথ বেছে নিতে যাচ্ছে, যা দেশটির জন্য সুখের খবর বলা চলে।

তালেবান মুখপাত্র বলেন, সামনের দিনগুলোতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা বাড়তেই থাকবে। আলোচনাকে একটি পর্যায়ে এগিয়ে নিতে সম্ভবত মাসখানেক সময় লাগবে। সেই সময় উভয়পক্ষই শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরবে পরিকল্পনার লিখিত রূপরেখা। আমরা আলোচনা এবং সংলাপের বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img