আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত মার্কিনপন্থী আফগান সরকারের সেনাবাহিনীর কমান্ডারকে কিছু না বলেই চুপিসারে বিমানঘাঁটি ত্যাগ করেছে।
সোমবার (৫ জুলাই) এমন কথাই জানিয়েছেন মার্কিনপন্থী আফগান সরকারের কর্মকর্তারা।
মার্কিনপন্থী আফগান সরকারের কর্মকর্তারা জানায়, আমেরিকার সেনারা আফগানিস্তানে আগমনের ২০ বছর পর এ ঘাঁটি ত্যাগ করেছে। বিমানঘাঁটি ত্যাগ করার সময় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। তারা যাওয়ার সময় এ বিমান ঘাঁটির দায়িত্বে থাকা নতুন আফগান সেনা কমান্ডারকে কিছু বলেও যাননি। দায়িত্বরত আফগান সেনা কমান্ডার বলছেন যে তারা চলে যাওয়ার দু’ঘণ্টা পরে কাউকে কিছু না বলে আমেরিকার সেনারা চুপিসারে বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে
বাগরাম বিমান ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মির আসাদুল্লাহ কোহিস্তানি জানান, আমরা কিছু গুজব শুনেছিলাম যে, আমেরিকানরা বাগরাম ত্যাগ করছেন। পরে সকাল ৭টায় তারা বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেন। আমরা এরপরে বুঝতে পারি যে তারা ঘাঁটি ছেড়ে চলে গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার আমেরিকা ঘোষণা করেছে, তারা আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করছে। আগস্ট মাস শেষ হওয়ার পরেই তারা সমগ্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করতে চান।
সূত্র : আল জাজিরা