সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

মুফতী তাক্বী উসমানীর উপর হামলার চেষ্টা

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও সাবেক বিচারপতি আল্লামা তাক্বী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) ফজরের নামাজের পর করাচীর দারুল উলূম কোরঙ্গীতে এই হামলার চেষ্টা করা হয়।

সূত্রে জানা যায়, হামলাকারী মুফতী তকি উসমানীর সঙ্গে কথা বলার জন্য ফজরের নামাজের পর করাচীর দারুল উলূম কোরঙ্গীতে উপস্থিত হয় এবং ছুরি বের করে। তাৎক্ষনিক সাথে থাকা গার্ড হামলাকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

জানা যায়, ইতোমধ্যে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img