সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আফগান নেতাদের কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

আফগানিস্তানের প্রথম সারির নেতাদেরকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রথম সারির নেতাদেরকে এক কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এর উদ্দেশ্য আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা।

ইসলামাবাদের উচ্চ পদস্থ সরকারি সূত্রগুলো বুধবার বলেছেন, পাকিস্তানের উদ্যোগে ওই কনফারেন্স হওয়ার কথা রয়েছে ১৭ থেকে ১৯ শে জুলাই। এতে যোগ দেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন আফগানিস্তানের বেশ কিছু নেতা।

আফগানিস্তানের পাকিস্তান বিষয়ক প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত মোহাম্মদ উমর দাউদজাই এবং সাবেক অর্থমন্ত্রী ওমর জাখিলওয়াল নিশ্চিত করেছেন তারা বৈঠকে যোগ দেবেন।

তবে বৈঠকের সময় নিয়ে আলোচনা চলছে। সূত্র বলেছেন, আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানি, সাবেক অর্থমন্ত্রী ওমর জাখিলওয়াল, হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের সিনিয়র নেতা মোহাম্মদ মোহাকিক, সাবেক মুজাহিদ কমান্ডার ও সাবেক আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ার এবং আহমেদ ওয়ালি মাসুদকে।

এসব আমন্ত্রিত নেতাদের অনেকে আবার কাতারের রাজধানী দোহার আলোচনায় যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। সেখানে আফগানিস্তানের জাতীয় পুনরুজ্জীবিতকরণ বিষয়ক পরিষদের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহর নেতৃত্বে তালেবান নেতাদের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন। তারা সম্মিলিতভাবে আফগানদেরকে একটি সমঝোতায় আসার জন্য চাপ দিচ্ছেন, যাতে তারা সবার অংশগ্রহণমূলক একটি রাজনৈতিক সমাধানে পৌঁছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img