সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

অস্ত্র শক্তির মাধ্যমে আফগান সমস্যার সমাধান হবে না: ইমরান খান

অস্ত্র শক্তির মাধ্যমে আফগান সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, বেশীরভাগ মার্কিন সেনারা যখন আফগানিস্তানে ছিলো, তখন তালেবানকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো উচিত ছিলো। তালেবান এখন নিজেদের বিজয় দেখতে পাচ্ছে। তারা কেন এখন আমাদের কথা শুনবে?

উজবেকিস্তানের তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, যখন মার্কিন সেনারা আফগান ছেড়ে যাচ্ছে, তখন তালেবান কেনো আমেরিকার কথা শুনবে?

ইমরান খান বলেন, তালেবানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বড় ভূমিকা কেউ রাখেনি।

পাকিস্তান আলোচনার পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছে। আফসোসের বিষয়, এরপরেও পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

সূত্র :জিও নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img