কাশ্মীরে দুই স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী।
শুক্রবার (১৬ জুলাই) শ্রীনগরের দানমার এলাকায় এ হত্যাকাণ্ড চালায় ভারতীয় পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সেনা সমন্বিত যৌথবাহিনী।
নিহত স্বাধীনতাকামী যোদ্ধারা হলেন, শ্রীনগরের নাটিপোরার বাসিন্দা ইরফান আহমেদ সফি ও বিলাল আহমেদ ভাট।
জানা গেছে, শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনীতে তথাকথিত অভিযান চালায় ভারতীয় যৌথ বাহিনী। পরে স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতীয় বাহিনীকে লক্ষ্য গুলিবর্ষণ শুরু করে। এসময় ভারতীয় যৌথ বাহিনী গুলি করে দুজন স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করে।