শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলামের গভীর শোক প্রকাশ

উপমহাদেশের অন্যতম প্রধান আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

মরহুমের পরিবার-পরিজন, আত্মীয় স্বজন সকলের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আল্লামা বাবুনগরী (রহ:) এর মত দূরদর্শী আলেম ও সৎ চরিত্রবান ব্যক্তি পাওয়া বড় দায়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামীন তাঁর দারাজাত বুলন্দ করুন, তার রেখে যাওয়া সমস্ত খেদমত গুলোকে কবুল করুন।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন চলমান সকল বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, মুসলিম উম্মাহর একজন আপোষহীন রাহবার ও ওলামায়ে কেরামের আস্থার প্রতীক। তিনি হেফাজতে ইসলামের মহাসচিব ও আমীরের দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের এ সিপাহসালার ইসলামের জন্য বহু জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও কখনো বাতিলের কাছে মাথানত করেননি। তাঁর ইন্তেকালে জাতি একজন আপোষহীন রাহবারকে হারালো।

তিনি বলেন, আল্লামা বাবুনগরী রহ. এর কর্মমুখর জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে হাদিসে রাসুলের দরসে। প্রচন্ড মেধাবী ও প্রজ্ঞাবান মুহাদ্দিস ছিলেন তিনি। তার দরসে হাদিস এর সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার দরস গ্রন্থাকারে ব্যাপক সমাদৃত। তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন।

আল্লামা নুরুল ইসলাম বলেন, দেশব্যাপী তার ছাত্র-শাগরেদ ও অসংখ্য গুনগ্রাহী রয়েছে, আছে ভক্ত অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী। তিনি দেশের নানা প্রান্তে ওয়াজ, মাহফিল ও বয়ানের মাধ্যমে মানুষকে কল্যাণের পথে আহবান করেছেন। উম্মাহর দরদি এই ব্যাক্তিত্বকে আল্লাহ তায়ালা কবুল করুন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img