রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা: মোদি

ভারত বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, “ভারত বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বে ভারতের বড় কোনো শত্রু নেই। কিন্তু সত্যি বলতে, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা। বিদেশিদের ওপর বেশি নির্ভরশীলতা বড় পরাজয়ের দিকে নিয়ে যাবে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ নামক একটি অনুষ্ঠানে মোদি এ দাবি করেন।

তিনি বলেন, তাদের আত্মনির্ভর হতে হবে। সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ সবকিছুই নিজেদের প্রযুক্তিতে তৈরি করতে হবে।

তিনি এ অনুষ্ঠানে ৩৪ হাজার কোটি রুপির একটি প্রকল্পে উদ্বোধন করেন।

মোদি বলেন, ভারতের সব সমস্যার একটিই সমাধান। সেটি হলো আত্মনির্ভরশীলতা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_img
spot_img

এই বিভাগের

spot_img