বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে: আতিক

মশা নিয়ন্ত্রণে কারও ওপর দায় না চাপিয়ে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে জুম প্ল্যাটফর্মে আয়োজিত ‘বিশ্ব মশা দিবস’ উপলক্ষে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ম্যালেরিয়াশূন্য লক্ষ্য অর্জন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে। ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ