রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়ার উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর “জীবন ও কর্ম শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বাদ মাগরিব মারকাযুদ দিরাসাহর মাদানি অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মারকাযের পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর আহবানে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতী রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. এ বি এম হিজবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিউল উলুম ঢাকার মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানী এবং দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ-এর সম্পাদক প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লামা বাবুনগরীর জীবনের উপর আলোকপাত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।