শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন মারা গেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এবং সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন মারা গেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আব্দুস সামাদ এবং মায়ের নাম সায়েদুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম পাস করেন।

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষ ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img