বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

আফগানিস্তানকে সব ধরনের সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্ক আফগানিস্তানের পুনরুদ্ধারের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, তুরস্কের একটি নির্দিষ্ট অভিজ্ঞতা এবং অবকাঠামো রয়েছে। এইগুলো ব্যবহার করে আমরা তাদের সাহায্য করতে চাই। আমাদের এ সাহায্য পাওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি। আর এজন্যই তুর্কি গোয়েন্দারা সম্প্রতি তালেবানের সাথে কথা বলেছেন।

আফগানিস্তানে নারীদের অধিকারের বিষয়ে এরদোগান বলেন, আমি মনে করি নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গি এমনটা হবে না ২০ বছর আগে যা ছিল। তারাও এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img