বুধবার, মে ২১, ২০২৫

পাকিস্তান বেফাকুল মাদারিসের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী তাক্বী উসমানি

spot_imgspot_img

বিশ্ববিখ্যাত আলেম ও পাকিস্তানের শরিয়া কোর্টের সাবেক বিচারপতি মুফতী তাক্বী বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া হক্কানিয়ার মাওলানা আনোয়ারুল হক।

রবিবার ( ১৯ সেপ্টেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ বৈঠকে মুফতী তাক্বী উসমানিকে সভাপতি নির্বাচিত করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের সুনামধণ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া লাহোরে।

জমিয়তে উলামায়ে পাকিস্তানানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বোর্ডের প্রধান নির্বাচনের জন্য মুফতী তাক্বী উসমানির নাম উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণও মাওলানা ফজলুর রহমানের মতামতের সাথে এক মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান-এর সভাপতি মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ, ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর সভাপতি পদটি শূণ্য হওয়ায় নতুন করে পাকিস্তান বেফাক বোর্ডের সভাপতি নির্বাচন করার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img