বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে আনতে আমরা চেষ্টা অব্যাহত রাখব: এরদোগান

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিন ইস্যু উত্থাপন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত রাখব।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ওই ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এরদোগান বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে, কীভাবে বাস্তবতাকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবিলা করতে বাধ্য করা হয়েছে।

এরদোগান আরও বলেন, আমরা আফগানদের সাথে একাত্মতা অব্যাহত রাখব। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, কাশ্মীরে ৭৫ বছরের পুরনো নিপীড়নের অবসান হওয়া জরুরী। কাশ্মীর সমস্যা সমাধানে কাশ্মীরিদের পাশে থাকবে তুরস্ক।

সূত্র: ডেইলি জং

spot_img
spot_img

এই বিভাগের

spot_img