বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

আওয়ামী লীগ ধর্মীয় গোড়ামীতে বিশ্বাস করে না: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির যুগ্মা সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামীলীগ ধর্মীয় গোড়ামীতে বিশ্বাস করে না। কোন ধর্মকে ছোট করে উসকানী দেয়ার কাজও আওয়ামীলীগের প্রকৃত নেতা-কর্মী করতে পারে না।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর শহরে ‘মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদনে’ তার মা নূরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা ধর্মীয় উসকানী দিয়ে ফায়দা লুটতে চায়, তারা আওয়ামী লীগার হতে পারে না। আওয়ামীলীগ একটি আর্দশের প্রতীক। যারা আওয়ামীলীগ করবে, তারা এলাকার সৎ ব্যক্তি হিসেবে পরিচিত থাকবে। আর যাদের নৈতিক চরিত্র ভালো না, তারা দয়া করে আওয়ামীলীগকে কলুষিত করবেন না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ