বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

মেয়ের সামনেই মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত বাবা

spot_imgspot_img

নাটোরে পারিবারিক বিরোধের জের ধরে মেয়ের সামনেই মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার নারায়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম ওই এলাকার মইনুল ইসলামের স্ত্রী।

অভিযুক্ত মইনুল ঢাকার একটি ইট ভাটায় কাজ করতেন।

নাটোর থানার পরিদর্শক (এসআই) নাইমুল হক জানান, সোমবার রাতে ১৩ বছরের মেয়ে মহিমার সামনেই তার মা আনোয়ারাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাবা মইনুল ইসলাম। এ সময় মহিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত মইনুল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সূত্র: ইউএনবি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img